গাজায় গণহত্যার বিরুদ্ধে আমরা কণ্ঠ মিলাই

0

নিন্দা ও শোকবার্তা

গাজায় যে অমানবিক ট্র্যাজেডি unfolding হচ্ছে, তা শুধু একটি অঞ্চলের নয়—এটা গোটা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা, সিলেট অনলাইন সার্ভিস, গভীর শোক ও ক্ষোভের সঙ্গে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম হামলার তীব্র নিন্দা জানাই।

নিরীহ শিশুদের কান্না, মায়ের বুকফাটা আহাজারি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া স্বপ্নগুলো—সবই যেন আমাদের হৃদয়ে বিষাদ নামিয়ে আনে। হাসপাতাল, ত্রাণ কেন্দ্র, স্কুল—কোনো কিছুকেই রেহাই দিচ্ছে না এই নিষ্ঠুর আগ্রাসন। এটা শুধু যুদ্ধ নয়, এটা মানবতার বিরুদ্ধে অব্যাহত নৃশংসতা।

আমরা বিশ্বাস করি—প্রতিটি প্রাণের মূল্য আছে। রক্ত নয়, ভালোবাসা হোক পৃথিবীর ভাষা।

এই বিভীষিকাময় পরিস্থিতিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোর দাবি জানাই:

✦ অবিলম্বে গাজায় হামলা বন্ধ হোক।

✦ অবরুদ্ধ মানুষের জন্য মানবিক সহায়তা নিশ্চিত হোক।

✦ আন্তর্জাতিক মহলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।

আমরা "The world stops for Gaza" আন্দোলনের প্রতি আমাদের দৃঢ় সংহতি প্রকাশ করছি।

এই পৃথিবী সব মানুষের, সব শিশুর, সব বেঁচে থাকার অধিকারকে সম্মান করতে শিখুক।

মানবতা জিতুক, হিংস্রতা হার মানুক।

🕯️ মানবতা বাঁচুক, মানুষ বাঁচুক  

✊ সিলেট অনলাইন সার্ভিস  

🌐 www.soscombd.com | 📱 01710026960

The world stops for Gaza



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top