Sylhet Online Service One Year Anniversary

Sylhet Online Service One Year Anniversary
Sylhet Online Service has celebrated its first anniversary with the assurance of sincerity and responsibility in online services. This event was held at the Sylhet online service office on Sunday, July 2.
Sylhet Online Service's first-year anniversary program was started by organizing Quran recitation and prayers. Sos and others were present at this time.
Mahmud Khan, CEO of Sylhet Online Service, said, 'Sylhet Online Service has crossed one year. Sylhet Online Service started its journey with the aim of providing international-quality online services, and we had success there. Clients trust us for their online work needs.
Sylhet Online Service COO Pinku Das said, Sylhet Online Service is providing service to the service receivers with confidence; we are working with firm conviction to improve the quality of service. It will continue in the future.
Note that Sylhet's online service started on July 1, 2022. So far, more than 10,000 people have taken services from this institution.

অনলাইন সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে সিলেট অনলাইন সার্ভিসের প্রথম বছর পূর্তি উদ্‌যাপিত হয়েছে। ০২ জুলাই রোববার সিলেট অনলাইন সার্ভিস কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। 
কোরআন তিলাওয়াত ও দোয়া আয়োজনের মধ্যে দিয়ে সিলেট অনলাইন সার্ভিসের প্রথম বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় সস প্রমুখ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে সিলেট অনলাইন সার্ভিসের সিইও মাহমুদ খান বলেন, ‘সিলেট অনলাইন সার্ভিস এক বছর অতিক্রম করেছে। আন্তর্জাতিক মানের  অনলাইন সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সিলেট অনলাইন সার্ভিস যাত্রা শুরু করে, আমরা সেখানে সফলতা পেয়েছি। অনলাইনে কাজের প্রয়োজনে সেবা গ্রহীতারা আমাদের ওপর আস্থা রেখেছেন।
সিলেট অনলাইন সার্ভিসের সিওও পিংকু দাস বলেন, সিলেট অনলাইন সার্ভিস আস্তার সাথে সেবা গ্রহিতাদের সেবা দিয়ে যাচ্ছে, সেবার মান উন্নয়নে আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও সেটা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সিলেট অনলাইন সার্ভিস ২০২২ সালের ১ জুলাই যাত্রা শুরু করে। এখন পর্যন্ত ১০ হাজারের অধিক মানুষ এই প্রতিষ্ঠান থেকে সেবা নিয়েছেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Read Our Privacy Policy.
Accept !