New Voter Ongikarnama নতুন ভোটার হওয়ার অঙ্গীকার নামা

0
New Voter Ongikarnama নতুন ভোটার হওয়ার অঙ্গীকার নামা

নতুন ভোটার হওয়ার অঙ্গীকার নামা

নতুন ভোটার হওয়ার অঙ্গীকার নামা 

এই মর্মে অঙ্গীকার করছি যে, আমি ____________, পিতা: _____________, মাতাঃ ______________, গ্রাম/মহল্লাঃ ________, পোষ্টঃ __________, উপজেলাঃ  __________, জেলাঃ  __________। আমি অত্র এলাকার একজন স্থায়ী বাসিন্দা। চাকরিরত/লেখাপড়ার কারণে বাড়ির বাহিরে অবস্থান করায় আমি সময়মত ভোটার হতে পারিনি। তাই নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য আপনার দপ্তরে আবেদন দাখিল করছি। আমি আরো অঙ্গীকার করছি যে, আমি ইতোপূর্বে বাংলাদেশর কোথায়ও ভোটার হইনি এবং এই প্রথমবার ভোটার হওয়ার জন্য আবেদন করছি। যেহেতু একাধিকবার ভোটার হওয়া আইনত দন্ডণীয় অপরাধ সেহেতু আমি দ্বৈত ভোটার হলে বাংলাদেশ নির্বাচন কমিশন আমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং আমি তা মেনে নিতে সর্বদা বাধ্য থাকবো। এমতাবস্থায়, আমাকে নতুন ভোটার করার জন্য আপনার নিকট সবিনয় অনুরোধ করছি। 


অঙ্গীকারকারীর স্বাক্ষর/টিপসহি 

নাম

ঠিকানা

মোবাইল নাম্বার

নতুন ভোটার হওয়ার সময় অন্যান্য কাগজপত্রের সাথে উপরোক্তভাবে নতুন ভোটার হওয়ার অঙ্গীকারনামা তৈর করে নিয়ে আবেদন জমা দেয়া যেতে পারে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top