How to Covid-19 Vaccine Pfizer Registration for HSC candidates 2021

What to do to vaccinate 2021 HSC candidates with Covid-19 Pfizer

1. 01 copy of Final Candidate List (2 sets) of 2021 Higher Secondary (HSC) candidates signed by Principal Mahadeya should be sent to Mausi Chittagong office before 01 copy Must send list with attendance.

2. Each college must have 2 (two) teachers and one office assistant (peon) at least 5 members of BNCCIrova Scout present at the center on the date fixed for them.

The present teachers and the candidates of their respective colleges who have been vaccinated should mark the vaccine in the Final Candidate List so that accurate records can be maintained of the number of candidates who have been vaccinated in their respective colleges.

3. Candidates for the 2021 Higher Secondary (HSC) examination must be present at the Vaccination Center along with a photocopy of the registration card on the due date for vaccination. Candidates of that college have to be present at the designated center on time on the scheduled date for each college.

5. After completing the Higher Secondary (HSC) examination, the candidates will be given a second dose of vaccine and will have to register with the Department of Health Protection (www.surokkha.gov.bd) website for the convenience of receiving the certificate.

The schedule for receiving the vaccine in phases will be informed later in the e-mail.

Take a look at the picture below to see what needs to be done to vaccinate 2021 HSC candidates against Covid-19 Pfizer.

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সরকারি বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজ সমূহের প্রতিষ্ঠান প্রধানের জন্য ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯ ফাইজার ভ্যাকসিন প্রদান সংক্রান্ত একটি জরুরী নির্দেশনা প্রদান করা হয়েছে। ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯ ফাইজার টিকা দিতে যা করতে হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয় এই বিজ্ঞপ্তিতে।

মহাপরিচালক, মাউশি অধিদপ্তর, ঢাকা-এর সাথে ভার্চূয়াল সভার মৌখিক নির্দেশনার আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম এর উপপরিচালক প্রফেসর হোসাইন আহমেল আনিফ ইলাহী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের সকল কলেজ প্রধানদের উদ্দেশ্যে এই নির্দেশনা দেওয়া হয়।

২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের (HSC) কোভিড ১৯ এর ভ্যাকসিন দেয়ার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে কলেজের ২০২১ সালের শতভাগ (HSC) এইচএসসি পরীক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের সুবিধার্থে নিন্মোক্ত কার্যক্রম গ্রহণ এবং সার্বিক সহযােগিতা প্রদানে জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

২০২১ এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯ ফাইজার টিকা দিতে যা করতে হবে

১। অধ্যক্ষ মহােদয় ‘স্বাক্ষরিত ২০২১ সালের উচ্চ মাধ্যমিক (HSC) পরীক্ষার্থীদের Final Candidate List-এর (২ সেট) হার্ডকপি ০১ কপি পূর্বেই মাউশি চট্টগ্রাম এর দপ্তরে প্রেরণ করতে হবে এবং অপর ০১ কপি ভ্যাকসিন দেয়ার জন্য নির্ধারিত তারিখে টীকা কেন্দ্রে তালিকা প্রেরণের নিমিত্ত কলেজের ০২ জন শিক্ষকের উপস্থিতিসহ তালিকা প্রেরণ নিশ্চিত করাতে হবে।

২। প্রত্যেক কলেজ তাদের জন্য নির্ধারিত তারিখে ২ (দুই) জন শিক্ষক ও একজন অফিস সহায়ক (পিয়ন) কমপক্ষে ৫ জন বিএনসিসিরোভার স্কাউট এর সদস্যসহ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

উপস্থিত শিক্ষক ও স্ব স্ব কলেজের পরীক্ষার্থীদের যারা ভ্যাকসিন গ্রহণ করেছে তা Final Candidate List-এ চিহ্নিত করে রাখবেন, যাতে স্ব স্ব কলেজে ক’জন পরীক্ষার্থী ভ্যাকসিন গ্রহণ করেছে সঠিক রেকর্ড সংরক্ষণ করা যায়।

৩। ২০২১ সালের উচ্চমাধ্যমিক (HSC) পরীক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার জন্য নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিসহ টীকা কেন্দ্রে উপস্থিত নিশ্চিত করতে হবে। প্রত্যেক কলেজের জন্য শিডিউল অনুযায়ী নির্ধারিত তারিখে ঐ কলেজের পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্রে যথাসময়ে উপস্থিত থাকতে হবে।

৫। উচ্চ মাধ্যমিক (HSC) পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হলে এবং সনদ গ্রহণের সুবিধার্থে পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরে সুরক্ষা (www.surokkha.gov.bd) website-এ রেজিষ্ট্রেশন করে নিতে হবে।

৬। পর্যায়ক্রমে ভ্যাকসিন গ্রহণের সিজিউল পরবর্তীতে ই-মেইলে জানিয়ে দেয়া হবে।

নিচের ছবিতে ২০২১ এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯ ফাইজার টিকা দিতে যা করতে হবে তা দেখে নিন

How to Covid-19 Vaccine Pfizer Registration for HSC candidates 2021

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Read Our Privacy Policy.
Accept !