জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ | National University (NU) Honors Admission Circular 2020-2021

National University Honors Admission Circular 2020-2021

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ । জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি সার্কুলার  বা অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১  বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট admissions.nu.edu.bd এ প্রকাশ করা হবে । জাতীয় বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ।

National University Honors Admission Circular 2020-2021. National University Honors 1 Year Graduation (Honors) Admission Circular or Honors Admission Circular 2020-2021 will be published on the University website admissions.nu.edu.bd Let us know the details about the admission in the 1st year graduation (honors) class of the National University.

NU Honours Online Admission Apply 2020-2021 – www.nu.edu.bd

Important Date & Time

Application start date: 28 July 2021
Application deadline: 14 August, 2021
Application fee: 250 BDT
Class start:
Application link: nu.ac.bd/admissions

National University Admission 2020-21

National University Admission 2020-21


আবেদনের ন্যূনতম যোগ্যতা

২০২০-২০২১ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে মানবিক/বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা শাখা থেকে ভর্তির সাধারণ শর্তাবলীগুলো হল:

  • বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৭/২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০১৯/২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
  • বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৭/২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ এবং ২০১৯/২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
  • বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র i) এইচ.এস.সি. (ভােকেশনাল) ii) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট) ii) ডিপ্লোমা-ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২ নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
  • প্রার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যােগ্য (Eligible) বিষয় নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।

Minimum eligibility to apply

The general conditions for admission from the Humanities / Science / Business Education branch in the Honors 1st year undergraduate (honors) class in the 2020-2021 academic year are:

  • Candidates who have obtained minimum GPA 2.5 in 2018/2018 SSC and equivalent examinations and minimum GPA 2.5 in HSC and equivalent examinations in 2019/2020 including 4th subject from any recognized board of education / open university in Bangladesh can apply.
  • Candidates who have obtained minimum GPA of 3.0 in SSC and equivalent examinations of 2017/2018 and minimum GPA of 2.5 including HSC and equivalent examinations in 2019/2020 can apply from any recognized Baird / Open University Science and Business Education Branch in Bangladesh.
  • From Bangladesh Technical Education Board only i) H.Sc. (Vocational) ii) H.Sc. (Business Management) ii) Candidates who have passed the Diploma-in-Commerce examination can apply subject to fulfillment of the 2nd condition.
  • Eligible subjects will be determined from the subjects studied in the Higher Secondary and equivalent examinations of the candidates. Must have a minimum grade point of 3.0 in the subject (number 200).

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সালের ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি কিন্তু ভর্তি কবে থেকে শুরু হবে তার তারিখ নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে । আগামি ০৮ জুন থেকে ভর্তির ফরম পূরণ করতে পারবেন, চলবে ২২ জুন পর্যন্ত। আবেদনকারীদের ভর্তি বিষয়ে অধিকতর তথ্য প্রদানের জন্য গত বছরের নোটিশটি যুক্ত করা হল । নতুন নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে তা আপডেট করা হবে ।

National University Admission Notice

The admission Circular of the National University for 2020-2021 has not been published yet but the date when the admission will start is known from reliable sources. You will be able to fill the admission form from 06 June, it will continue till 22 June. Last year's notice was added to provide more information on the admission of applicants. It will be updated as soon as a new notice is issued.

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি আবেদন পদ্ধতি

লগইন

আবেদনকারীকে নির্দিষ্ট ওয়েবসাইটে (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) Honours tab-এ গিয়ে Apply Now (Honours) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, শিক্ষা বাের্ড/বিশ্ববিদ্যালয় ও পাসের সন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।

সঠিক লিঙ্গ নির্ধারণ

এ পর্যায়ে আবেদনকারীর অনলাইনে সংরক্ষিত ডাটাবেজের তথ্য অনুযায়ী Male/Female প্রদর্শিত হবে। আবেদনকারীর তথ্য ছকে Male এর স্থলে Female বা Female এর স্থলে Male প্রদর্শিত হলে Click to | Change অপশনে গিয়ে সঠিক তথ্য এন্ট্রি দিতে হবে।

কলেজ পছন্দ

আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাওয়ারী যে কোন কলেজের নাম Select করলে সংশ্লিষ্ট কলেজে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর অধিভুক্ত বিষয়সমূহের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে। |

বিষয় পছন্দক্রম

ওয়েবসাইটের তথ্য ছক থেকে পছন্দ অনুযায়ী একটি কলেজ Select করলে আবেদনকারী সংশ্লিষ্ট কলেজে তার ভর্তি যােগ্য (Eligible) বিষয়ের তালিকা দেখতে পাবে এবং এই তালিকা থেকে প্রার্থীকে সর্তকতার সংগে তার প্রার্থিত বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করতে হবে। এই পছন্দক্রম অনুসারে মেধার ভিত্তিতে বিষয় বরাদ্দ দেয়া হবে।

কোটা

মুক্তিযােদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পােষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযােজ্য কোটা Select করতে হবে। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে। একজন প্রার্থী এক বা একাধিক কোটায় যােগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে। |

ছবি সংযোজন

প্রাথমিক আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর পাসপোের্ট আকারে সম্প্রতি তােলা রঙ্গিন ছবি Scan করে আপলােড করতে হবে। ছবির মাপ ১২০X১৫০ pixels, Image Type: jpg এবং maximum file size:50Kb হতে হবে।( প্রার্থীর ছবি ব্যতীত অন্য কোন ছবি আবেদন ফরমে আপলােড করা হলে ঐ প্রার্থীর ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।)

ফরম চূড়ান্তকরণ

সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে প্রথমে ফরমটি Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর রােল নম্বও ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলােড করে | [A4 (8.5”×11) অফসেট সাদা কাগজে] প্রিন্ট (Print) নিতে হবে।

আবেদন ফরম বাতিলকরণ/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন

আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমাদানের পূর্বে কোন প্রার্থী তার প্রাথমিক আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি। পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Applicant’s Login (Honours) অপশনে গিয়ে আবেদন ফরমের রােল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel/Photo Change Option এ | গিয়ে Click to Generate the Security key অপশনটি ক্লিক করতে হবে। এ সময়ে প্রার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবে। এই OTP এন্ট্রি দিয়ে প্রার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ করতে পারবে। এ লক্ষ্যে আবেদনকারীকে তার ব্যক্তিগত সঠিক মােবাইল নম্বর সতর্কতার সংগে আবেদন ফরমে এন্ট্রি দিতে হবে। তবে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার পর তা আর বাতিল করা যাবে না। প্রার্থী ছবি পরিবর্তনের সুযােগ মাত্র একবারই পাবে।

সংশ্লিষ্ট কলেজে ফরম জমা ও ফি প্রদান

আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। প্রাথমিক আবেদন ফরমটির দ্বিতীয় অংশ কলেজ অধ্যক্ষদায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ প্রার্থীকে ফেরত দিবে। কলেজ যে সকল প্রাথমিক আবেদন ফরম online-এ নিশ্চয়ন করবে সে সকল প্রার্থী তাদের মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে তা জানতে পারবে। প্রাথমিক আবেদন নিশ্চয়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যােগ্য বলে বিবেচিত হবে না। কলেজে আবেদন পত্র জমা দেয়ার পরে প্রার্থী তার মােবাইল ফোনে SMS না পেলে বুঝতে হবে যে তার আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি। এক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যােগাযােগ করতে হবে।

ভর্তি ফি ও জমাদানের পদ্ধতি

ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীর বিভিন্ন ফিসের হার

i) শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি = ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা।

ii) শিক্ষার্থী প্রতি ক্রীড়া ও সংস্কৃতি ফি = ২০/- (বিশ) টাকা বিভিন্ন ফিসের।

iii) শিক্ষার্থী প্রতি বিএনসিসি ফি = ৫/- (পাঁচ) টাকা

iv) শিক্ষার্থী প্রতি রােভার স্কাউট ফি = ১০/- (দশ) টাকা

মােট = ৪৮৫ (চারশত পঁচাশি) টাকা

*শিক্ষার্থী প্রতি ভর্তি বাতিল ফি = ৭০০/- (সাতশত) টাকা

National University Total Amount of Seat

Total 3,91,055 seats of National University affiliated colleges. Follow the National University Honors Admission circular, to know the eligibility of seat-based admission in selected subjects in Honors 1st year (Honors) category.

Dhaka Mohanagar Division 43,004 seats

Dhaka Division (except Dhaka Mohanagar) 50,595 seats

Barishal Division 13, 325 seats

Chittagong Division 29,266 seats

Sylhet Division 7,695 seats

 Khulna Division 39,675 seats

Rajshahi Division 55,085 seats


National University Release Slip Admission Details

Those candidates who do not get admission in the merit list, can refuse admission or be placed on merit list and will not be admitted in the allocated subject,  These candidates will be able to apply for release slip separately in the top five colleges, by selecting subject preferences separately.

Release slip results will be published at scheduled time. Release slip applicants on the can not change their allotted subject.   

*To know more details about National University  Release Slip admission please check NU Honours 1st year admission circular 2020-2021.

NU Honours 1st Year Admission Notice 2020-21

National University admission circular 2021 has not declared yet. But the date of admission application form fill up is known. Admission application form can be filled from 08 June 2021, will continue till 22 June 2021. Last year’s notice was added to provide more information on the admission of applicants. It will be updated as soon as a new notice is issued.
National University Honors Admission Circular 2020-2021

National University Honors Admission Circular 2020-2021

National University Honors Admission Circular 2020-2021

National University Honours Admission Result 2019-20

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Read Our Privacy Policy.
Accept !